ঢাকা অফিস: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব আগামী ২৭ জানুয়ারি আসামির উপস্থিতিতে এ রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেন। গত ৬ জানুয়ারি মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করে দুদক। প্রতিটি মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। এক মামলায় মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, লায়লা কানিজ ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এতে মতিউর রহমান তাকে সহায়তা করেছেন বলে অভিযোগ করা হয়। আরেক মামলায় তার মেয়ে ফারজানা রহমান ইপ্সিতা এবং স্ত্রী লায়লা কানিজকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, তারা ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। তৃতীয় মামলায় মতিউরের ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, তিনি মিথ্যা তথ্য দিয়ে ৪২ কোটি ২২ লাখ ৫৮ হাজার ২৭১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এর আগে, গত ১৪ জানুয়ারি রাজধানী থেকে মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র আইনের মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে ১৮ জানুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়।
মতিউর রহমানের ৭ দিনের রিমান্ড আবেদন, শুনানি আগামী ২৭ জানুয়ারি
0
Share.