৩৯৮ মিনিটের গোলখরা চার গোলে কাটালেন মেসি

0

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আগামী মঙ্গলবার নাপোলির মাঠে প্রথম লেগের খেলা। গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে লিওনেল মেসি জানিয়ে দিলেন, গোল করতে ভোলেননি তিনি। লা লিগায় চার ম্যাচ পর হ্যাটট্রিকে প্রস্তুতি সারলেন, চার গোল করেছেন। ন্যু ক্যাম্পে ৫-০ গোলে এইবারকে হারিয়ে লিগে আবার রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে উঠলো বার্সা। গত ২০ জানুয়ারি গ্রানাদার বিপক্ষে ন্যু ক্যাম্পে ছিল কিকে সেতিয়েনের অধীনে বার্সেলোনার প্রথম ম্যাচ। লা লিগার ওই ম্যাচে ৭৬ মিনিটে গোল করেন মেসি। তারপর হঠাৎ করে অচেনা হয়ে গেলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। লিগে টানা চার ম্যাচে গোল তৈরিতে ভূমিকা রাখলেও জাল কাঁপাতে পারেননি। ঠিক ৩৯৮ মিনিট পর গোলখরা কাটালেন শনিবার, ২৬ মিনিটের ব্যবধানে করলেন হ্যাটট্রিক। ভ্যালেন্সিয়া, লেভান্তে, রিয়াল বেতিস ও গেতাফের বিপক্ষে গোল না পেলেও অ্যাসিস্টে মেসি ছিলেন দুর্দান্ত। বেতিসের বিপক্ষে গোল তৈরিতে হ্যাটট্রিক করেন। ভক্তদের দুশ্চিন্তা দূর করে এবার নিজেই হ্যাটট্রিক করলেন ‘এলএমটেন’। গত ৮ ডিসেম্বর মায়োর্কার বিপক্ষে ৩৫তম হ্যাটট্রিক করে ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে যান। এবার ব্যবধানটা আরও বাড়িয়ে নিলেন। ১৪ মিনিটে ইভান রাকিতিচের বাড়ানো বল পায়ে নিয়ে দুরন্ত গতিতে বক্সে ঢোকেন মেসি। পেপে দিওপকে কাটিয়ে বাঁ পায়ের কোনাকুনি ‍নিচু শটে গোলখরা কাটান। বিরতির আগে তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে লা লিগায় ৩৬তম হ্যাটট্রিকের মালিক হন ফিফার বর্ষসেরা। ৩৭ মিনিটে সার্জি বুশকেৎস বল দেন আর্তুরো ভিদালকে, তিনি বল তৈরি করে দেন মেসিকে। আর্জেন্টাইন ফরোয়ার্ড বাঁ পাশে ঢুকে আড়াআড়ি শটে ২-০ করেন। পরের গোলে এইবারের ডিফেন্ডারের একটু ভুল ছিল। আন্তোয়ান গ্রিজমানের সঙ্গে ওয়ান টু পাসে প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে বল লেগে মেসির কাছে চলে আসে। তৃতীয়বার জাল কাঁপাতে কষ্ট হয়নি ৩২ বছর বয়সী ফরোয়ার্ডের। ৪৪ মিনিটে বার্সা ৪-০ গোলে এগিয়ে থাকতে পারতো। কিন্তু এইবার গোলকিপার ম্যাক্রো দিমিত্রোভিচ ডাবল সেভ করেন। প্রথমে গ্রিজমান, পরে বুশকেৎসকে ফিরিয়ে দেন তিনি। মেসির প্রথম গোলের পরপরই ব্যবধান দ্বিগুণের সুযোগ নষ্ট করে কাতালান জায়ান্টরা। গ্রিজমানের শট প্রতিপক্ষ ডিফেন্ডার ব্লক করলে ভিদাল ফিরতি শট নেন। সেটা ফেরান দিমিত্রোভিচ, ভিদালের পরের শট গোলবারের পাশ দিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ব্যস্ত সময় কাটাতে হয়েছে দিমিত্রোভিচকে। রাকিতিচকে ৫০ মিনিটে ব্যাকপোস্টে ঠেকান। তবে শেষ সময়ে আবার অরক্ষিত হয়ে পড়ে তার গোলপোস্ট। ৮৭ মিনিটে ভিদালের শট ফিরিয়ে দিলে মেসি ৫ গজ দূর থেকে নিজের চতুর্থ গোল করেন। দুই মিনিট পরই নতুন খেলোয়াড় মার্টিন ব্র্যাথওয়েটের শট ফেরান দিমিত্রোভিচ। আর্থার সুযোগ বুঝে জালে বল ঠেলে দেন। এ জয়ে ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে রিয়ালকে পেছনে ফেললো বার্সা। শীর্ষস্থান পুনরুদ্ধারের চাপ নিয়ে রিয়াল শনিবার দিবাগত রাতে লেভান্তের মুখোমুখি হবে। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট মাদ্রিদ ক্লাবের।

Share.