বাংলাদেশ থেকে হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাথরুমের কথা বলে পুলিশকে বোকা বানিয়ে পালিয়ে গেছে ডাকাত জালাল মিয়া। এ ঘটনায় হবিগঞ্জ পুলিশ লাইনসের কনস্টেবল ইফতেখারুল ও বিজয় কুমারকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্তি নাথ। দিলীপ কান্তি নাথ জানান, আদালতের সিঁড়ি দিয়ে নামার সময় জালাল পায়ে ব্যথা পেলে তাকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে ডাক্তার তাকে হাসপাতালে ভর্তির জন্য বলেন। পরে ভর্তি করা হলে কনস্টেবল ইফতেখারুল এবং কনস্টেবল বিজয় কুমারকে তার তদারকির দায়িত্ব দেওয়া হয়। জালাল তাদেরকে বাথরুমে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানা এলাকায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া ডাকাতের কবলে পড়েন। এ সময় ডাকাতের হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওইদিন রাতে মাধবপুরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় জালালকে।
পুলিশকে বোকা বানিয়ে হাসপাতাল থেকে পালালো ডাকাত, দুই কনস্টেবল প্রত্যাহার
0
Share.