সোমবার, ফেব্রুয়ারী ১০

চ্যাম্পিয়নস ট্রফির জন্য ওয়ানডে ফরম্যাটের মানসিকতায় প্রবেশ করলেই হবে: ফিল সিমন্স

0

স্পোর্টস রিপোর্ট: আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। বলতে গেলে একরকম দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। ভারতের আপত্তির কারণে হাইব্রিড মডেলে পাকিস্তানের লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডির পাশাপাশি দুবাইয়ে অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। এদিকে আসন্ন এই আসরকে সামনে রেখে গেল শনিবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। অনুশীলনে জাতীয় ক্রিকেট দলের কয়েকজন ক্রিকেটারকে দেখা গেছে। প্রধান কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানে বাংলাদেশের এই অনুশীলন চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) অনুশীলন শুরুর আগে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন ফিল সিমন্স। সেখানে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রস্তুতি নিয়েও কোচের কাছে প্রশ্ন রাখা হয়। সিমন্স বলেন, ‘সে খেলুক বা না খেলুক প্রতিদিনই কঠোর পরিশ্রম করেছে। সবার কাছ থেকে স্ট্রং মেন্টাল এটিটিউড প্রয়োজন। ৫০ ওভারের ম্যাচ তো হয়নি। সে অনেক ম্যাচ খেলতে পারেনি এটা ঠিক। তবে সে প্রস্তুতি নিয়েছে, সামনেও নেবে।’ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সব ধরণের অনুশীলনের মধ্যে রয়েছে বাংলাদেশ দল। এ নিয়ে সিমন্সের ভাষ্য, ‘এটা গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণেই আমরা দিনে ব্যাট করব, বল করেছি। আবার সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোতেও প্র্যাকটিস করব। ৫০ ওভারের ব্যাটিংয়ের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেবো।’ ক্রিকেটাররা টি২০ ফরম্যাটে ছিলেন এতদিন। যে কারণে সেরা প্রস্তুতি হয়েছে কি না প্রশ্নে সিমন্স বলেন, ‘হ্যাঁ আমি আপনার সাথে একমত যে আমরা সেরা প্রস্তুতি নিতে পারিনি। তবে তারা ক্রিকেটের মধ্যেই ছিল তাও সাদা বলের ক্রিকেট। তার মানে স্কিলের দিক থেকে তারা শাণিত আছে। আগামী ৬-৭ দিনে মানসিকভাবে আমাদের প্রস্তুত হতে হবে। তাদের স্কিল আছে, ভালোও খেলেছে, এখন শুধু ওয়ানডে ফরম্যাটের মানসিকতায় প্রবেশ করলেই হবে।’ উল্লেখ্য, সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, টুর্নামেন্টটিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে তিন স্তরবিশিষ্ট পরিকল্পনা। যেখানে যৌথভাবে কাজ করবে সেনাবাহিনী, রেঞ্জার্স ও পুলিশ। আসরটিতে অংশগ্রহণ করবে আট দল, যাদের ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টটি ৯ মার্চ পর্যন্ত চলবে। মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

Share.