মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

0

বাংলাদেশ থেকে শরিয়তপুর প্রতিনিধি: শরিয়তপুরের জাজিরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমানুল্লাহ আমান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পদ্মাসেতু দক্ষিণ টোলপ্লাজার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে।নি হত আমানুল্লাহ আমান ঢাকার কেরানীগঞ্জ জিঞ্জিরা এলাকার আনসার আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমানুল্লাহ আমান নামের ওই যুবক ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকালে তিনি তার মোটরসাইকেলে শিবচর থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় তিনি ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা এলাকায় আসলে তার মোটরসাইকেলটি রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, অতিরিক্ত গতি কিংবা বড় কোনো গাড়ির ধাক্কার ফলে এই ঘটনা ঘটতে পারে। মরদেহের পোস্টমর্টেম হবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Share.