সংবিধান সংস্কারের বিষয়টি সরকার ও রাজনৈতিক দলের: অধ্যাপক আলী রিয়াজ

0

ঢাকা অফিস:গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার হবে কি-না তা অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো ঠিক করবে বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সংস্কারের বিষয়ে ঐক্যমত আছে। রাষ্ট্রধর্ম নিয়ে কমিশন সদস্যদের মধ্যে কোনো ঐক্যমত তৈরি না হওয়ায় বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্তে যাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ মালা গণমাধ্যমকে জানাতে কমিশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন- কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজসহ অন্যান্যরা।সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশন প্রধান বলেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার হবে কি-না তা ঠিক করবে এই সরকার এবং রাজনৈতিক দলগুলো।

Share.