ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন পরিকল্পনাগুলো এমনভাবে করতে হবে যাতে একটি অপরটির পরিপূরক হতে পারে। এজন্য সমন্বিত পরিকল্পনার নির্দেশনাও দিয়েছেন তিনি। সকালে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন। ঢাকা শহর অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নগরীতে চাপ কমাতে গ্রামেই সব সুযোগসুবিধা নিশ্চিত করছে সরকার। এই কারণে গ্রামের মানুষের রাজধানীমুখি হওয়ার প্রবণতা কমছে। এসময় সকলকে ট্রাফিক আইন মেতে চলার আহবান জানান প্রধানমন্ত্রী। প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৪৬ দশমিক সাত তিন কিলোমিটার দৈর্ঘ্যরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
উন্নয়ন পরিকল্পনাগুলো যাতে একটি অপরটির পরিপূরক হতে পারে: প্রধানমন্ত্রী
0
Share.