দেশে ফিরলেন বিএনপি নেতা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

0

ঢাকা অফিস:বিএনপি নেতা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর পবিত্র ওমরাহ পালন ও সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।লুৎফুজ্জামান বাবর ৩০ জানুয়ারি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন। পথিমধ্যে দুবাইয়ে অসুস্থ হয়ে পড়লে সেখানে চিকিৎসা নেন, পরে সৌদি আরবে পৌঁছান। প্রায় তিন সপ্তাহের বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন তিনি।দেশে ফিরে আগামী ২৩ ফেব্রুয়ারি তিনি তার জন্মস্থান নেত্রকোনার মদন উপজেলায় যাবেন এবং সেখানে ২৩, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি তিন উপজেলার দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।উল্লেখ্য, ১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান লুৎফুজ্জামান বাবর। তারপর ১৯ জানুয়ারি তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে তার চিকিৎসা চলছিল।

Share.