বাংলাদেশ থেকে বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুর পল্লীতে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাইকড় ইউনিয়নের যোগীরভবন গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আকন্দ (৫৫) গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন সিকিনী গ্রামের মৃত বুলু আকন্দের ছেলে। কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, মোহাম্মদ আকন্দ যোগীরভবন গ্রামের কৃষক জনৈক তোফাজ্জল বারীর জমিতে বোরো ধান রোপণের কাজ করছিলো। রোববার সকালে মেঘের গর্জনসহ হালকা বৃষ্টির মধ্যে মাঠে বীজ তলায় ধানের চারা উঠানোর সময় হঠাৎ সেখানে বজ্রপাত ঘটলে মোহাম্মদ আকন্দ ঘটনাস্থলেই মারা যায়। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বজ্রপাতে কৃষকের মৃত্যু
0
Share.