ঢাকা অফিস:পদত্যাগ প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেখেন পদত্যাগের দাবি আনা তো কম হয়েছে, আপনি তো কইছেন পদত্যাগ, আমার তো দাফনও হয়ে গেছে। জানাজাও হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার কারণে হলো কি জীবিত থাকতেও জানাজা হওয়ার সোয়াপ পাইছি।’আজ সোমবার দুপুরে সচিবলায়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন। বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করার ঘটনাকে ছোটখাটো ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এরকম ছোটখাটো ঘটনা আগেও ঘটছে। গতকালও ঘটল। তবে ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে বিষয়ে কি করা যায় এটা নিয়ে আলোচনা করছি। আমরা চাই না এ ধরনের একটা ঘটনাও ঘটুক। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজ আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। এ মিটিংয়ে অনেক নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাধীনতার এই ৫৩ বছরে আমাদের কোনো সাংবাদিক লেখেননি আইনশৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো। আমি নিজেও একসময় সাংবাদিকতা করেছি। আমি একসময় মর্নিং নিউজে ছিলাম। আমরাও কোনোদিন লিখিনি। আমি বলব আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। কিন্তু উন্নতি করার অবকাশ রয়ে গেছে।তিনি বলেন, ধরেন গতকালের (রোববার) বনশ্রীর ঘটনাটা আগে ঘটলে সেটা সবার জানতে দুইদিন সময় লাগত। কিন্তু এখন সঙ্গে সঙ্গে ঘটনাটা জানা যাচ্ছে। এজন্যই আমরা ভাবছি আইনশৃঙ্খলা পরিস্থিতি হয়ত বড় ধরনের সমস্যার মধ্যে আছে।উপদেষ্টা আরও বলেন, এরকম ছোটখাটো ঘটনা আগেও ঘটেছে। গতকালও ঘটল। তবে ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে বিষয়ে কি করা যায় এটা নিয়ে আলোচনা করছি। আমরা চাই না এ ধরনের একটা ঘটনাও ঘটুক।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের আইন শৃঙ্খলা সার্বিক উন্নতির জন্য কোর কমিটির সভায় এখানে বসা হয়েছিল। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যারা পদত্যাগ চাইছেন, তারা মূলত চাইছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। তিনি বলেন, ‘দেশের এমন পরিস্থিতিতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়, আমি সেই ব্যবস্থা করছি। আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, সামনে আরও উন্নতি হবে।’এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন। গতকাল রোববার মধ্যরাতে হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন তারা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে আজ সোমবার দুপুর পর্যন্ত আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজের অবস্থান জানিয়ে গতকাল রোববার দিবাগত রাত ৩টা ৫ মিনিটের দিকে এক জরুরি সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে কথা বলেন। দেশবাসীকে আশ্বস্ত করে উপদেষ্টা আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে। এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের আমরা কোনোভাবেই ছাড় দেব না।’তিনি বলেন, ‘যেখানেই ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’অপর দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রতীকী গায়েবানা জানাজা নামাজ পড়েন শিক্ষার্থীরা।প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সারাদেশে বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনা সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হচ্ছে।সর্বশেষ রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই এবং মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় বেশ আলোড়ন তৈরি করে।
পদত্যাগ প্রশ্নে ‘আমার তো দাফনও হয়ে গেছে’ বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টা
0
Share.