ঢাকা অফিস:বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নবনিযুক্ত সদস্যরা আগামী রোববার (২ মার্চ) শপথ নেবেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ পাঠ করাবেন। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান এ তথ্য জানান। যারা শপথ নিচ্ছেন তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শরীফ উদ্দিন, ড. ফেরদৌস আরফিনা ওসমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহনাজ সরকার, পররাষ্ট্র দফতরের সাবেক ক্যাডার কর্মকর্তা সাব্বির আহমেদ চৌধুরী, সাবেক স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা এটিএম ফরহাদ উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম এবং সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন।এর আগে, অন্তর্বর্তীকালীন সরকার গত ১৮ ফেব্রুয়ারি বিপিএসসি সদস্যদের নিয়োগের বিষয়ে সাতটি পৃথক গেজেট বিজ্ঞপ্তি জারি করে।
আগামী রোববার শপথ নেবেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)
0
Share.