ঢাকা অফিস:তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার মাত্র একদিন পর আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করবেন উপদেষ্টা মাহফুজ আলম।নতুন উপদেষ্টাকে বরণ করে নিতে এরই মধ্যে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অফিসে অবস্থান করছেন। আজ তারা সকাল নয়টার আগেই অফিসে পৌঁছে যান।এর আগে নতুন রাজনৈতিক দলে যোগ দিতে গত ২৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম।মূলত এর একদিন পর ২৬ ফেব্রুয়ারি দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলমকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রথমবারের মতো অফিস করবেন উপদেষ্টা মাহফুজ আলম
0
Share.