নিখোঁজ ৩৩০ জন ব্যক্তির অনুসন্ধান চলছে:গুম কমিশন

0

ঢাকা অফিস:গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, দেশে গুম হয়ে ফিরে না আসা ৩৩০ জন ব্যক্তির বর্তমান অবস্থা সম্পর্কে অনুসন্ধান চলছে।মঙ্গলবার (৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, কমিশনে এ পর্যন্ত ১ হাজার ৭৫২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় ১ হাজার অভিযোগের প্রাথমিক যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ২৮০ জন অভিযোগকারীর জবানবন্দি এবং ৪৫ জন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার বক্তব্য রেকর্ড করা হয়েছে।বাংলাদেশের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও বিজিবি কর্মকর্তাদের কাছ থেকে ভারত থেকে পুশইন করা ব্যক্তিদের তথ্য চাওয়া হলে ১৪০ জনের তালিকা পাওয়া গেছে। তবে এ তালিকায় গুম হওয়া কোনো ব্যক্তির নাম এখনো পাওয়া যায়নি।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই-আড়াই বছরে ভারতের কারাগারে ১ হাজার ৬৭ জন বাংলাদেশি বন্দি আছেন।কমিশন জানায়, ভারতের বিভিন্ন কারাগারে আটক ১ হাজার ৬৭ জন বাংলাদেশির তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাওয়া গেছে। গুমের শিকার কেউ সেখানে আছে কি না, তা যাচাই করা হচ্ছে।সংবাদ সম্মেলনে কমিশনের অন্যান্য সদস্য, মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদরাও উপস্থিত ছিলেন।

Share.