ভয়াবহ সংঘর্ষে সিরিয়ায় নিহত- ৪৮

0

ডেস্ক রিপোর্ট: সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর সঙ্গে দেশটির বর্তমান সরকার-সমর্থিত নিরাপত্তা বাহিনীর ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৮ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) লাতাকিয়া প্রদেশে সংঘর্ষের ঘটনাটি ঘটে। যেখানে রাশিয়া-নিয়ন্ত্রিত একটি বিমানঘাঁটি অবস্থিত। শুক্রবার সকাল পর্যন্ত সেখানে কারফিউ জারি করা হয়েছে বলে জানা গেছে। সূত্র জানায়, দামেস্কের নতুন প্রশাসনের অনুগত বাহিনী উত্তর-পশ্চিম সিরিয়ার উপকূলীয় অঞ্চলে আসাদপন্থী যোদ্ধাদের বিরুদ্ধে কঠোর অভিযানে নামে। পরবর্তী সময়ে সেখানে তীব্র লড়াই শুরু হয়, যা সিরিয়ায় ইসলামপন্থী সরকার গঠনের পর থেকে অন্যতম ভয়াবহ সংঘর্ষ। এএফপি সংবাদ সংস্থার বরাত জানিয়েছে, মোট ৪৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য, ২৮ জন আসাদপন্থী যোদ্ধাও ৪ জন বেসামরিক নাগরিক এদিকে, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আব্দুল গনি বিদ্রোহীদের সতর্ক করে বলেছেন, “অস্ত্র সমর্পণ করুন, না হলে অনিবার্য পরিণতির মুখোমুখি হবেন।”

Share.