সোমবার, মার্চ ১০

পদত্যাগের ব্যাপারে মুখ খুলতে রাজি নন ডা. আমিনুল ইসলাম

0

ঢাকা অফিস:হঠাৎ-ই চাউর হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম দায়িত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। আজ সোমবারই (১০ মার্চ) তিনি পদত্যাগ করতে পারেন বলা শোনা যাচ্ছে।এ বিষয়ে নিউজ টোয়েন্টিফোর থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। তবে আমিনুল ইসলাম, কোনো সিদ্ধান্তের কথা জানাননি। তিনি বলেন, আমি এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। আমি এই খবরের সত্যতা বা অসত্যতা কোনোটাই সাপোর্ট করছি না। পরে তিনি মন্ত্রণালয়ে আছেন কি-না, তার কাছে এমন প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন, না। সম্প্রতি, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে দিয়ে আমিনুল ইসলামকে শিক্ষার উপদেষ্টা করা হচ্ছে এমন গুঞ্জন ছলো। যা তিনি নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছিলেন। কিন্তু পরে সেই পোস্ট তিনি সরিয়ে ফেলেন। আর নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার।প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন গত মঙ্গলবার এমন খবর চাউর হয়। তিনি নিজে ফেসবুকে শপথে আমন্ত্রণ পাওয়ার কথা জানানোর পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে তার দপ্তর থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। কিন্তু এম আমিনুল ইসলামের ফেসবুক স্ট্যাটাস প্রধান উপদেষ্টার কার্যালয়ের নজরে পড়ে। পরে এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়।

Share.