কক্সবাজারের চকরিয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাবাহিনী

0

ঢাকা অফিস:কক্সবাজারের চকরিয়ায় বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী। গত জানুয়ারিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় চকরিয়ার ওয়ার সিমেট্রি এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও চক্ষুশিবিরের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।আইএসপিআর জানায়, সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা, চট্টগ্রাম ও রামু থেকে আগত চারজন চক্ষু বিশেষজ্ঞ এই অঞ্চলের ৮৬৫ জন রোগীর চোখের চিকিত্সা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করেছেন।আইএসপিআর আরো জানায়, সেনাবাহিনীর অর্থায়ন ও ব্যবস্থাপনায় ২৬ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়। দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের খাবার ও যাতায়াতের বিশেষ ব্যবস্থাও রাখা হয়। সফল অপারেশন শেষে পরিপূর্ণ দৃষ্টিশক্তি ফিরে পাওয়া ব্যক্তিরা এই আয়োজনের জন্য সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানান।

Share.