বাংলাদেশ থেকে নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় শাহাদাৎ মোল্যা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ শিশুর দাদিকে আটক করায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের চর শামুকখোলায় মরদেহটি উদ্ধার করা হয়।নিহত শাহাদাৎ মোল্যা উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে। এ ঘটনায় ওই শিশুর দাদি রাবেয়া বেগমকে (৬০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো.আশিকুর রহমান জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের দাদিকে আটক করা হয়েছে।
উদ্ধার করা হলো এক শিশুর মরদেহ, দাদিকে আটক করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
0
Share.