ঢাকা অফিস:রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ‘ধর্ষণ ও নিপীড়নবিরোধী বাংলাদেশ’ নামের প্ল্যাটফর্মের সদস্যরা।বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান আন্দোলনকারীরা।প্ল্যাটফর্মের সদস্যরা বলেন, ‘পুলিশ ক্ষমতার অপব্যহার করে এই মামলায় গণহারে আসামি করেছে। অভ্যুত্থানের পর এমন পুলিশি রাষ্ট্র কোনো গণতান্ত্রিক মানুষই প্রত্যাশা করেন না।’তারা দাবি করেন, ‘আন্দোলনের সংগঠকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুনের অপসারণ এবং তদন্ত সাপেক্ষে হামলায় জড়িত অন্য পুলিশ সদস্যদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ধর্ষক-নিপীড়কদের বিচারসহ ৯ দফা মেনে নেওয়া এবং সংঘবদ্ধ ও উস্কানিমূলক অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।’সোশ্যাল মিডিয়ায় হামলার ব্যাপারে খণ্ডিত ভিডিও প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও দাবি করেছে প্ল্যাটফর্মটি। আন্দোলনকারীরা ‘জুলাই আন্দোলনে’ সামনের সারিতে থেকে অংশগ্রহণ করেছেন দাবি করে ট্যাগিংয়ের রাজনীতি বন্ধ করার আহবান জানান।প্রসঙ্গত, ‘ধর্ষণ ও নিপীড়নবিরোধী বাংলাদেশ’ প্ল্যাটফর্মের সদস্যরা মঙ্গলবার (১১ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন। পথে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের বাধা দেয় এবং আর সামনে না আগানোর জন্য তাদের পরামর্শ দেয় পুলিশ। পুলিশ বেশ কিছুক্ষণ তাদের বুঝানোর চেষ্টাও করে। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন। এ ঘটনায় পুলিশ রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি: ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ প্লাটফর্ম
0
Share.