শুক্রবার, মার্চ ১৪

ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য এক বিশেষ ঘোষণা

0

আন্তর্জাতিক ডেস্ক:ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদের জন্য এক বিশেষ ঘোষণা। বাংলাদেশ দূতাবাস, ওমান, আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছে যে, আগামী ১৫ই মার্চ, ২০২৫, রোজ শনিবার, দূতাবাসের পক্ষ থেকে ই-পাসপোর্ট (EPP) এবং মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) বিতরণের জন্য বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।আপনাদের জীবনযাত্রা সহজ ও সুবিধাজনক করার লক্ষ্যে, দূতাবাস ঐদিন সকাল ০৯:০০ ঘটিকা থেকে বিকাল ০৩:৩০ ঘটিকা পর্যন্ত, শুধুমাত্র পাসপোর্ট বিতরণের জন্য খোলা থাকবে।যারা ইতিমধ্যেই তাদের পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং পাসপোর্ট প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষারত আছেন, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, এই সুবর্ণ সুযোগটিকে কাজে লাগিয়ে উল্লিখিত তারিখে দূতাবাসে এসে আপনার পাসপোর্ট সংগ্রহ করে নিন।দূতাবাস সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত এবং আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। পাসপোর্ট সংগ্রহ সংক্রান্ত যেকোনো জিজ্ঞাস্য বিষয়ে, দূতাবাসের হেল্পডেস্ক অথবা ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আপনার মূল্যবান সময় এবং সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।

Share.