রিয়াল হারিয়ে দিলো বার্সাকে

0

স্পোর্টস ডেস্ক: উত্তেজনার সবটুকুই জমিয়ে রেখেছিল এল ক্লাসিকো। তাতে শেষ হাসি হেসেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে লস ব্লাঙ্কোরা। রিয়াল মাদ্রিদের জন্য পরিস্থিতি দুঃসহই ছিল। গত সপ্তাহে লা লিগায় লেভান্তের কাছে হারের সঙ্গে ছিল চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির কাছে হার। এই দুঃসময়ে বার্সার কোচও তাদের কথা শোনাবার সুযোগ ছাড়েননি। ম্যাচের আগে কিকে সেতিয়েন বলেছিলেন, লিগে ৩ পয়েন্ট ব্যবধান রাখার সুযোগ হাতছাড়া করে উল্টো চাপে রিয়াল মাদ্রিদ! তাই খোলস ছেড়ে বেরিয়ে আসতেই হতো রিয়ালকে। আবার বার্সেলোনা চিরাচরিত ৪-৩-৩ ফরমেশনের বদলে মিডফিল্ডে চারজন রেখে খেলেছে। উদ্দেশ্য ছিল বল দখলের দিকে গুরুত্ব বেশি দেওয়া। প্রথমার্ধে তাতে সফল হলেও দ্বিতীয়ার্ধে সেটা ধরে রাখতে পারেনি। রিয়াল মাদ্রিদকে চেনা রুপে দেখা গেছে এই দ্বিতীয়ার্ধেই। বার্সা দুবার গোলের কাছেও গেলেও ব্যর্থ হয়েছে জাল কাঁপাতে। মেসি ও আর্থার মেলোর শট রুখে দিয়েছেন কোর্তোয়া। বিরতির পর রিয়াল মাদ্রিদ আক্রমণের পসরা সাজানোতে মিলেছে সাফল্য। ৭১ মিনিটে টনি ক্রুসের কাছ থেকে বল পেয়ে গোলটি করেছেন ভিনিসিয়াস জুনিয়র। অবশ্য এই গোলটিতে ভাগ্যের ছোঁয়াও ছিল। ভিনিসিয়াসের শট জেরার্ড পিকের গায়ে লেগে জড়ায় জালে। যোগ করা সময়ে (৯০+২) সময়ে শেষ পেরেকটি ঠুকেছেন মারিয়ানো। রিয়ালের জয় মানে তারা লিগে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে বার্সা।

Share.