মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার দাবি নারী শ্রমিকদের

0

ঢাকা অফিস: মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামক একটি সংগঠন। এই দাবি গার্মেন্টস শিল্পসহ সকল প্রাইভেট সেক্টরে জন্য বলবদ হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, সরকার পাবলিক সেক্টরে ৬ মাস মাতৃত্বকালীন ছুটির ঘোষণা ইতোমধ্যে কার্যকর করেছে। কিন্তু দেশের অর্থনৈতিক মূল চালিকাশক্তি গার্মেন্টস সেক্টরসহ সকল প্রাইভেট সেক্টরে এ ছুটি এখনও চার মাস। তাই সব প্রাইভেট সেক্টরে মাতৃত্বকালীন ছুটি পাবলিক সেক্টরের মতো ৬ মাস করা এখন সময়ের দাবি। দেশের অর্থনৈতিক মূল চালিকাশক্তি গার্মেন্টস সেক্টরের নারীরা যদি পর্যাপ্ত ছুটি না পায় তাহলে তাদের মনের ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। যার প্রভাব এই গার্মেন্টস সেক্টরের ওপরও পড়তে পারে। তাই গার্মেন্টস শিল্পসহ সকল প্রাইভেট সেক্টরে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করতে হবে। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারী শ্রমিক নেত্রী আরিফা আক্তার, সাফিয়া পারভীন প্রমুখ। সমাবেশ শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে একটি র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।

Share.