ভূমিধসে ব্রাজিলে প্রাণহানির সংখ্যা- ৩১

0

ডেস্ক রিপোর্ট: ব্রাজিলের সাও পাওলোতে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরো অন্তত ৪৯ জন। সাও পাওলো সরকারের দেওয়া এক বিবৃতির বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিধসের ঘটনায় প্রদেশের গুয়ারুজায় নিখোঁজ থাকা ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রাকৃতিক এই দুর্যোগে অন্তত পাঁচশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, বর্তমানে তারা অস্থায়ী ঘর বানিয়ে আশপাশের এলাকায় জীবন-যাপন করছেন। আর নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পেতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন কর্মীরা। এদিকে ভূমিধসের ঘটনায় যারা সহায় সম্বল হারিয়েছেন তাদের জন্য জরুরি মানবিক সেবা হিসেবে ২১ টন খাদ্যপণ্য পাঠিয়েছে সাও পাওলো সরকার। গত মাসে সাও পাওলোতে ৭৭ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে জানিয়েছে ব্রাজিলের আবহাওয়া অধিদফতর।

Share.