সরকারকে বলবো মানবিক কারণে হলেও খালেদা জিয়াকে মুক্তি দিন: সেলিমা

0

ঢাকা অফিস: খালেদা জিয়ার মেজ বোন সেলিমা ইসলাম জানিয়েছেন, কারা হেফাজতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে জীবিত অবস্থায় নিয়ে যেতে পারবেন কি না, তা নিয়েই এখন শঙ্কা তৈরি হয়েছে। তিনি বলেন, এখন যে অবস্থা, সরকারকে বলবো মানবিক কারণে হলেও তাকে মুক্তি দিন। আজ শনিবার (৭ মার্চ) বাংলাদেশ সময় বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে শনিবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বিএসএমএমইউ হাসপাতালে যান তার স্বজনরা। প্রায় দেড় ঘণ্টা তারা খালেদা জিয়ার কেবিনে অবস্থান করেন। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে বেরিয়ে আসেন তারা। খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া স্বজনদের মধ্যে ছিলেন মেজ বোন সেলিমা ইসলাম, ভাই শামিম ইস্কান্দার ও ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দার। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডাদেশ নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি রয়েছেন খালেদা জিয়া। শারীরিক অসুস্থতার কারণে ২০১৯ সালের ১ এপ্রিল তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।

Share.