শনিবার, নভেম্বর ২৩

মোদিকে বাংলাদেশে আসতে দেয়া উচিত হবে না: জাফরউল্লাহ

0

ঢাকা অফিস: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোনোক্রমেই বাংলাদেশে আসতে দেয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুক্তিযোদ্ধা দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাফরউল্লাহ চৌধুরী বলেন, ভারতের জায়গায় এখন হত্যাযজ্ঞ ও সাম্প্রদায়িক দাঙ্গা চলছে। এর মূলহোতা নরেন্দ্র মোদি। এ ছাড়া ভারতে করোনাভাইরাস আক্রমণও শুরু হয়েছে। তাই মোদি আসলে তার সঙ্গে করোনাভাইরাস আসতে পারে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার। মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

Share.