আগামী ২২ ও ২৪ মার্চ সংসদের বিশেষ অধিবেশন স্থগিত

0

ঢাকা অফিস: করোনার উদ্ভুত পরিস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী-‘মুজিববর্ষ’ উপলক্ষে ডাকা সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে। আজ শনিবার রাষ্ট্রপতি আবদুল হামিদ এ স্থগিতাদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন। ২২ মার্চ সকালে মুজিববর্ষ উপলক্ষে ডাকা সংসদের এ বিশেষ অধিবেশনের শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের যে কর্মসূচি ছিল তাও ইতোমধ্যে বাতিল করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের ২২ ও ২৪ মার্চ দুই বিশেষ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২২ মার্চ বেলা ১১টায় অধিবেশন বসার কথা ছিল। এর আগে, মুজিববর্ষের সকল উদযাপন ও আনুষ্ঠানিকতা সংক্ষিপ্ত করে আনে সরকার।

Share.