শনিবার, নভেম্বর ২৩

করোনা ভাইরাস মোকাবেলায় চার মাস বেতন নিবেন না রোনালদোরা

0

স্পোর্টস ডেস্ক: মহামারী করোনা ভাইরাসের কারণে বন্ধ বা স্থগিত হয়ে গেছে বিশ্বের সব ক্রীড়া আসর। এর ফলে বিরূপ প্রভাব পড়েছে ক্লাবগুলোতে। এই ধাক্কা কাটিয়ে উঠতে কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে জুভেন্তাস। দলটির কোচ ও খেলোয়াড়রা ক্লাবের এই ক্লান্তিলগ্নে বেতন কাটার বিষয়টি মেনে নিয়েছে। জুভেন্তাসের পক্ষ থেকে ক্যাপ্টেন কিয়েলিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিমের সিনিয়র ফুটবলারদের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন। সেখানে সকলেই বেতন কমাতে রাজি হয়েছেন। যদিও সকলের বেতনের কাটছাঁট সমান নয়। দেখা যাচ্ছে, বেতন কমানোর জন্য রোনাল্দো চলতি বছরে চার মিলিয়ন ডলার কম পাবেন। জিয়ানলুইজি বুফোঁ, লিওনার্দো বনুচ্চিরাও রাজি হয়েছেন জুভেন্তাসের প্রস্তাবে। ফলে প্রত্যোকের বেতন কমছে। নিজেদের ওয়েবসাইটে শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে সেরি আ চ্যাম্পিয়নরা। দুই পক্ষের সমঝোতায় কোচ ও খেলোয়াড়রা মার্চ, এপ্রিল, মে ও জুন মাসের বেতন কাটা হবে। দলটির মোট তিন জন খেলোয়াড় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন-পাওলো দিবালা, দানিয়েলে রুগানি ও ব্লেইস মাতুইদি। আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা অবশ্য এরই মধ্যে সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন। অতি সংক্রামক এই ভাইরাস ইউরোপে সবচেয়ে বড় আঘাত হেনেছে ইতালিতেই। শনিবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ হাজার। মোট আক্রান্ত হয়েছে ৯২ হাজার, ৪৭২ জন। গণমাধ্যমের খবর অনুযায়ী, স্পেনের দ্বিতীয় সফলতম ক্লাব বার্সেলোনাও সঙ্কটময় এ সময়ে আর্থিক ক্ষতির ধাক্কা কিছুটা পুষিয়ে নিতে নিজেদের পেশাদার সব দলের খেলোয়াড় ও স্টাফদের বেতন কাটার পথ বেছে নিয়েছে। দলটির খোলোয়াড়রা ৭০ শতাংশ বেতন কমানোর সিদ্ধান্তে নাকি আপত্তি তুলেছে। তবে ক্লাবের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি।

Share.