আফ্রিকার জঙ্গলে মিথিলাকে মিস করছেন সৃজিত

0

বিনোদন ডেস্ক: কাকাবাবু সিরিজের নতুন ছবি নির্মাণে ব্যস্ত কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি। বর্তমানে আফ্রিকায় জমিয়ে শুটিং করছেন তিনি। সেখানে এক জঙ্গলে সিংহ, সাপ, জিরাফ-জেব্রাদের সঙ্গে কাটছে তার সময়। অবসর পেলেই তাদের সঙ্গে মেতে উঠেন সৃজিত। আর ইনস্টাগ্রামে পোস্ট করছেন মজার মজার সব ছবি। কখনো অদ্ভুত দেখতে সিংহাসনে রাজার মতো পোজ দিয়ে ছবি পোস্ট করছেন কখবো বা উন্মুক্ত প্রান্তরে বসে উপভোগ করছেন সূর্যাস্ত। ক্যানভাস বদলাচ্ছে দ্রুত, রোমান্টিক থেকে পুরোপুরি অ্যাডভেঞ্চারে। তবে সুনসান নিরব জনমানবহীন এবং করোনামুক্ত সেই জঙ্গলে সঙ্গীনী মিথিলাকে মিস করছেন তিনি। আনন্দবাজারকে দেয়া সাক্ষাতকারে তেমনটাই জানালেন সৃজিত। তিনি বলেন, ‘আমরা যে জঙ্গলে শুট করছি সেখানে বন্য প্রাণী আর আমাদের ইউনিট ছাড়া আর কিছুই নেই। তাই আফ্রিকা শুধু করোনা নয়, প্যানিক মুক্তও। দারুণ কাজ হচ্ছে আমাদের।’ কিন্তু মিথিলার যে আফ্রিকা পৌঁছনোর কথা ছিল? জবাবে পরিচালক বলেন, ‘হ্যাঁ, মিথিলাকে মিস করছি খুব। করোনার জন্য ও আসতে পারছে না। এটা বাজে ব্যাপার। একসঙ্গে সময় কাটাব ভেবেছিলাম। ও ভিসা পাবে না এখন সামনের কয়েকদিন। কী আর করব।’মিথিলার বিরহকে শুধু কাজেই নয়, নানা আডভেঞ্চারের মধ্যে দিয়েই যেন ভুলতে চাইছেন সৃজিত। সাপের গলায় চুমু খাওয়ায়ার পোস্ট সেই কথাই বলে। সাপের সঙ্গে খেলছেন তিনি। ভয় নেই সাপে? এমন প্রশ্নের জবাবে সৃজিতের উত্তর, ‘সাপ আমার খুব প্রিয়। ভারতে নিয়ম নেই তাই সাপ পুষতে পারব না। ভবিষ্যতে সাপের নিরাপত্তা নিয়ে হয়তো আলাদা করে ভাবব।’আফ্রিকার সিংহ নিয়ে তিনি বলেন, ‘এখানে সিংহ খোলা ছিল আমি খাঁচায়। আসলে মানুষের চেয়ে বন্য প্রাণীর সঙ্গে থাকতে আমি অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করি।’

Share.