প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

0

ঢাকা অফিস: প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। স্কুল-কলেজের পাশাপাশি দেশের সব কোচিং সেন্টারও বন্ধ থাকবে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। স্কুল-কলেজ বন্ধ থাকবে তার মানে সবাইকে বাড়িতে থাকতে হবে। বাইরে ঘোরাঘুরি করা যাবে না। কোচিং চলবে কি-না এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘অবশ্যই কোচিং সেন্টারগুলোও বন্ধ থাকবে। এইচএসসি পরীক্ষা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ১ এপ্রিল। আজ মাত্র ১৬ মার্চ। সুতরাং পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত এখনই নয়। শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষার কাছাকাছি সময়ে এসে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। কোনো সিদ্ধান্ত নিতে আমরা পিছ পা হব না। তবে অপ্রোয়জনীয় সিদ্ধান্তও আমরা নেবো না।

Share.