শুক্রবার, ডিসেম্বর ২৭

এক ফ্রেমে তিন সুপারস্টার

0

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের কোটি কোটি ভক্ত। ভক্তরা তার দেখা পাওয়ার জন্য মুখিয়ে থাকেন সব সময়। কে না চায় তার সঙ্গে একটা সেলফি তুলতে! সেই সুপারস্টার শাহরুখ খানও কারো ভক্ত হতে পারেন সেটা হয় তো অনেকেরই চিন্তার বাইরে। হ্যাঁ, শাহরুখ খানের প্রিয় দুই নায়ক হলেন বিখ্যাত দুই নায়ক জ্যাকি চ্যান ও জঁ ক্লদ ভ্যান ড্যাম। সম্প্রতি এই দুই নায়কের সঙ্গে দেখা হয়েছে শাহরুখ খানের। প্রিয় তারকাদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়েছেন বলিউডের কিং খান। পছন্দের নায়কদের সামনে পেয়ে সেলফি তুলতে ভুলে যাননি শাহরুখ। সেলফিতে তাদের সবাইকে দেখা যাচ্ছে হাস্যজ্জ্বল। এই ছবির ক্যাপশনে শাহরুখ খান লিখেছেন, ‘এটা আমার কাছে আনন্দের দিন কারণ আমি আমার হিরোদের মুখোমুখি হয়েছি৷’এদিকে ডেভিড লেটারম্যানের সঞ্চালনায় আমেরিকান টক শো মাই নেকস্ট গেস্ট নিডস নো ইন্ট্রোডাকশনের সিরিজ শুরু হচ্ছে নেটফ্লিক্সে। সিরিজের বিশেষ অতিথি হিসাবে দেখা যাবে শাহরুখ খানকে।

Share.