শনিবার, ডিসেম্বর ৭

খেরসন অঞ্চল থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার শুরু

0

ডেস্ক রিপোর্ট: ইউক্রেন থেকে গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া খেরসন অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে মস্কো। বিষয়টিকে রাশিয়ার জন্য বিপর্যয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে রাশিয়া বলছে, সেনা ও বেসামরিক জনগণের অহেতুক প্রাণহানি এড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরইমধ্যে ইউক্রেন দাবি করেছে- তারা দক্ষিণাঞ্চলের বহু এলাকা পুনর্দখল করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, তারা খেরসন অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে। এর একদিন আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে, খেরসন অঞ্চল থেকে তারা সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সেনারা দিনিপ্রো নদীর তীরবর্তী অবস্থান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। খেরসন অঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহার করে নেয়ার ঘটনাকে মস্কোর জন্য বড় রকমের বিপর্যয় বলে বিবেচনা করা হচ্ছে। কারণ ইউক্রেন থেকে যে চারটি অঞ্চল গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছিল খেরসন তার অন্যতম। সে ক্ষেত্রে এটি এখন রাশিয়ার ভূখণ্ড বলে বিবেচিত এবং ওই অঞ্চলের জনগণের নিরাপত্তার সামগ্রিক দায়ভার রাশিয়ার ওপর। তবে যুদ্ধের কৌশল হিসেবে ওই অঞ্চল থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করছে এবং সেখানে ইউক্রেনের জন্য এক ধরনের ফাঁদ পাতার পরিকল্পনা রয়েছে বলে কেউ কেউ ধারণা করছেন। এদিকে, ভ্যালোরি জালুঝনি নামে একজন ইউক্রেনের জেনারেল জানিয়েছেন, তার দেশের সেনারা দক্ষিণাঞ্চলের ২০০ কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে।

Share.