শনিবার, ডিসেম্বর ৭

চীনে ব্রিজ ধ্বসে নিহত-৩,আহত- ২

0

ডেস্ক রিপোর্ট: চীনে একটি হাইওয়ে ব্রিজ ধ্বসে পড়ার ঘটনায় তিনজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও দু’জন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে ওই দুর্ঘটনা ঘটেছে। উক্সি শহরে অবস্থিত ওই ব্রিজটি ধ্বসে পড়ার সময় এর ওপরে তিনটি গাড়ি ছিল। হঠাৎ করে ব্রিজ ধ্বসে পড়ায় গাড়িগুলোও নিচে পড়ে যায়। এতে দুই গাড়ির তিন যাত্রী নিহত হয়েছে। এছাড়া আরও দু’জন আহত হয়েছে। তবে অপর গাড়িটিতে দুর্ঘটনার সময় কেউ ছিল না। কী কারণে ওই ব্রিজটি ধ্বসে পড়েছে তা জানা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে শহর এবং পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Share.