খুলনায় মেডিক্যাল ভর্তি কোচিং সেন্টার ‘থ্রি ডক্টরসে’ অভিযান, মালিক আটক

0

ঢাকা অফিস: খুলনা শহরে অবস্থিত মেডিক্যাল ভর্তি কোচিং সেন্টার ‘থ্রি ডক্টরসে’ বৃহস্পতিবার (১০ অক্টোবর) অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে কোচিং সেন্টারটির দ্বিতীয় তলায় অফিসের সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করা হয়। তৃতীয় তলার বিজ্ঞান-প্রযুক্তি লাইব্রেরিতে অভিযান চালানো হয়। এ সময় কোচিং সেন্টারের মালিক ডা. ইউনুস খান তারিমকে ২৪ ঘণ্টার জন্য থানায় আটক করা হয়েছে। এছাড়া নিষিদ্ধ সময়ে কোচিং চালু রাখার অপরাধে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এবং মো. ইমরান খান অংশ নেন। এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, বেলা ১১টার পর দুইজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন। অভিযান শেষে ওই কোচিংয়ের মালিক ডা. ইউনুস খান তারিমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার। কোচিং সেন্টারটি তিনি নিজেই পরিচালনা করেন। একটি গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, টাকার বিনিময়ে কারসাজি করে সরকারি মেডিক্যাল কলেজে শিক্ষার্থী ভর্তি করার বিষয়ে কোচিং সেন্টারটির ভূমিকা রয়েছে বলে অভিযোগ রয়েছে। খুলনার এই কোচিং সেন্টার ভর্তি-বাণিজ্যের মাধ্যমে ‘মেধাহীন’ ও ‘অযোগ্য’ ছাত্রছাত্রীদের মেডিক্যালে ভর্তির সুযোগ করে দিচ্ছে। এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালিত হয়।

Share.