বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

জাতীয় পার্টিতে দুর্নীতিবাজ নেই: জিএম কাদের

0

ঢাকা অফিস: জাতীয় পার্টিতে কোনও দুর্নীতিবাজ নেই বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, দলে দুর্নীতিবাজ না থাকায় আগামী দিনে জনগণের সমর্থন লাভে তার পার্টির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। সোমবার (২৮ অক্টোবর) গুলশান-১ সার্কেলের ইমানুয়েলস মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের প্রতিনিধি সভায় এ কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করবে তাদের মূল্যায়ন করা হবে। দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় পার্টি হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণের দল। দেশের মানুষ তাকিয়ে আছে জাতীয় পার্টির দিকে। দেশের তিনটি বড় দলের মধ্যে জাতীয় পার্টি একটি। জোটবদ্ধ নির্বাচনের সংস্কৃতিতে জাতীয় পার্টি জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে, কিন্ত শক্তিশালী বিরোধী দল গঠনের লক্ষ্যেই আমরা সরকারে যাইনি।’ জাপা চেয়ারম্যান দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদকে স্মরণ করে বলেন, ‘আমাদের সকল প্রেরণার উৎস এরশাদ। বাংলাদেশের উন্নয়নের ইতিহাস থেকে পল্লীবন্ধুর অবদান কখনও মুছে ফেলা যাবে না। আমরা তার স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি।’ প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী। বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু প্রমুখ।

Share.