কাশ্মির সফরের অনুমতি পেয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা

0

ডেস্ক রিপোর্ট: ভারত নিয়ন্ত্রিত কাশ্মির সফরের অনুমতি পেয়েছেন ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের ২৭ সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার (২৯ অক্টোবর) ওই প্রতিনিধি দল কাশ্মির যাবে।  ওই অঞ্চলের বিশেষ মর্যাদা বাতিলের পর সেখানে এই প্রথম বিদেশি প্রতিনিধিদের যাওয়ার অনুমতি দেওয়া হল। এর আগে বিদেশি সাংবাদিক, আইনপ্রণেতা ও কূটনৈতিক প্রতিনিধিরা অনুমতি চেয়েও পাননি। সোমবার (২৮ অক্টোবর) দিল্লিতে পৌঁছে ইউরোপীয় প্রতিনিধিরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাদের স্বাগত জানান মোদি। ৫ আগস্ট ভারত অধিকৃত কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে দেয় দিল্লি। ওই দিন সকাল থেকে কার্যত অচলাবস্থার মধ্যে নিমজ্জিত হয় দুনিয়ার ভূস্বর্গ খ্যাত কাশ্মির উপত্যকা। এ পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। গ্রেফতার করা হয়েছে সেখানকার বিপুলসংখ্যক স্বাধীনতাপন্থী ও ভারতপন্থী রাজনৈতিক নেতাকে। ইউরোপীয় ইউনিয়ন আর যুক্তরাষ্ট্র গত দুই মাস ধরে ভারত সরকারের কাশ্মির নীতির তীব্র সমালোচনা করে আসছে। এর আগে বিদেশের সাংবাদিক, রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিনিধিরা কাশ্মিরে যাওয়ার অনুমতি চেয়েও পাননি। সোমবার (২৮ অক্টোবর) প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর মোদি বলেন, ‘ইউরোপের প্রতিনিধিরা কাশ্মিরের পরিস্থিতি দেখার আগ্রহ প্রকাশ করায় আমরা খুশি। আশা করি নিজের চোখে দেখে তারা বুঝতে পারবেন সীমান্ত পেরিয়ে আসা জঙ্গিরা কাশ্মিরের জনজীবনের কত ক্ষতি করছে ও আমরা কীভাবে জঙ্গি হামলার মোকাবিলা করছি। জম্মু ও কাশ্মিরের সঙ্গে লাদাখের বাসিন্দাদের জীবন ও সংস্কৃতির পার্থক্য কতটা, তাও তারা বুঝবেন।’ সোমবার এক টুইটে  ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রতিনিধি দলটির কাশ্মির সফরে যাওয়ার কথা রয়েছে বলে জানান।

Share.