জাতীয় প্রেস ক্লাব ৩১ মার্চ পর্যন্ত বন্ধ

0

ঢাকা অফিস: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় জাতীয় প্রেস ক্লাব ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে শুক্রবার ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাবের সদস্য ও কর্মচারীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাবের সকল কার্য্ক্রম ও সেবা বন্ধ থাকবে। এই সময় সদস্যদের ক্লাবে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। “এ কারণে সদস্যদের সাময়িক যে অসুবিধা হবে সেজন্য ক্লাব কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে এবং পরিস্থিতির উন্নতি হওয়া সাপেক্ষে ক্লাবের স্বাভাবিক কার্য্ক্রম পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিচ্ছে।” বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসে বাংলাদেশে এ পর্যন্ত ২০ জন আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছে সরকার, মৃত্যু হয়েছে একজনের। এই পরিস্থিতিতে সব ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান সীমিত করার আহ্বান জানিয়েছে সরকার। জনসমাগমে এ রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ে বলে সব ক্লাব ও সিনেমা হল বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বড় আকারে বিয়ের অনুষ্ঠান না করতেও সরবার প্রতি আহ্বান জানানো হয়েছে; বাস, রেল ও লঞ্চে যাত্রী পরিবহন সীমিত করতে বলা হচ্ছে।

Share.