আফগানিস্তানে পুলিশ সদস্যদের হামলায় নিহত ২৪ সেনা

0

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানে ৬ পুলিশ সদস্যের হামলায় দেশটির নিরাপত্তাবাহিনীর অন্তত ২৪ সেনা নিহত হয়েছে। দুই আফগান কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলে এক ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে। জাবুল প্রদেশের গভর্নরের মুখপাত্র রহমতুল্লাহ ইয়ারমাল জানান, শুক্রবার ভোরে ছয় পুলিশ সদস্য ঘুমন্ত সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘাঁটিটি প্রাদেশিক পুলিশ ও সেনাদের যৌথ সদর দফতর। তিনি বলেন, পুলিশে অনুপ্রবেশকারী ছয়জন গুলিবর্ষণ শুরু করলে ঘুমন্ত অবস্থায় ২৪ আফগান পুলিশ ও সেনা শহীদ হয়েছেন। আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজের খবরে প্রাদেশিক কাউন্সিল প্রধানে বরাতে নিহতের সংখ্যা ২০ জন এবং হামলাকারীর সংখ্যা ৮ জন উল্লেখ করা হয়েছে। তিনি জানিয়েছেন, ৪ সেনা সদস্য নিখোঁজ। হামলাকারীদের সঙ্গে তালেবানের যোগসূত্র রয়েছে। এএফপি’র খবরে বলা হয়েছে, একটি পিকআপ ট্রাকসহ দুটি সামরিক যান নিয়ে হামলাকারীরা পালিয়ে গেছে। সঙ্গে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে গেছে তারা।

Share.