দিল্লি তীব্র শীতের কবলে, তাপমাত্রা নেমেছে ২.৪ ডিগ্রিতে

0

ডেস্ক রিপোর্ট: গত ১৪ ডিসেম্বর থেকে তীব্র শীতের কবলে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। শনিবার ভোর ছয়টায় সেখানে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুই দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে বিঘ্নিত হচ্ছে রেল ও সড়ক যোগাযোগ। দেশটির আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, ১৯০১ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ তীব্র শীতের কবলে পড়েছে দিল্লি। ১৪ ডিসেম্বর থেকে ১৩ দিন ধরে দিল্লির বেশিরভাগ এলাকায় মারাত্মক শীত পড়ছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ১৯৯২ সালের পর ১৯৯৭, ১৯৯৮, ২০০৩ ও ২০১৪ সালে এরকম দীর্ঘমেয়াদি শীতের কবলে দিল্লি। তবে আগামী সপ্তাহ থেকে দিল্লির শীত কমে আসতে পারে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চার দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১২ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শহরটির গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছে, ২০ ডিগ্রির নিচে এই তাপমাত্রা নেমেছে কেবল ১৯১৯, ১৯২৯, ১৯৬১ ও ১৯৯৭ সালে। শুক্রবার ভারতীয় আবহাওয়া দফতরের নিয়মিত বার্তায় বলা হয়, উত্তর পশ্চিমাঞ্চলীয় বাতাসের কারণে দিল্লির শীত মারাত্মক আকার নিয়েছে। আগামী সপ্তাহে দিল্লিসহ উত্তর ভারতের কয়েকটি অংশে বৃষ্টি ও শীলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

Share.