বৃহস্পতিবার, নভেম্বর ১৪

পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে অমিত শাহকে মুখের ওপর জবাব তৃণমূলের

0

ডেস্ক রিপোর্ট: লকডাউন চলাকালে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনায় মেতেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে তাঁর বিস্ফোরক অভিযোগ ছিল, পরিযায়ী শ্রমিক সমস্যা সমাধানে রাজ্যের তরফে সহযোগিতা মিলছে না।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে  ‘অসহযোগিতা’র অভিযোগ নিয়ে এবার পালটা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ তেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে একহাত নিয়েছেন অমিত শাহকে। লিখেছেন, ‘নিজের দায়িত্ব পালনে ব্যর্থ একজন স্বরাষ্ট্রমন্ত্রী এত সপ্তাহ পর মুখ খুললেন, তাও মিথ্যা প্রচারে! উনি ওই মানুষদের সম্পর্কে বলছেন, যাদেরক ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছে অমিত শাহের সরকারই। অমিত শাহ নিজের মিথ্যা অভিযোগ হয় প্রমাণ করুন, নয়তো ক্ষমা চান।’ এর আগে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া চিঠিতে অমিত শাহ লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের থেকে প্রত্যাশামতো কোনও সাহায্য মেলেনি। রাজ্য সরকার ট্রেন পৌঁছতে দিচ্ছে না। এর ফলে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের প্রতি অবিচার করা হচ্ছে।’

Share.