বানরের ওপর সফল করোনার ভ্যাকসিন, দাবি চীনা গবেষকদের

0

ডেস্ক রিপোর্ট: চীনের তৈরি করা করোনাভাইরাসের একটি ভ্যাকসিন বানরের ওপর কার্যকর প্রমাণিত হয়েছে। বেইজিং ভিত্তিক সিনোভ্যাক বায়োটেক কোম্পানি পিকোভ্যাক নামের ওই ভ্যাকসিনটি তৈরি করেছে। ভাইরাসের সংক্রমণ রোধে একটি পঙ্গু ভাইরাসকে প্রাণীর দেহে প্রবেশ করানো হলে ওই প্রাণীর ইমিউন সিস্টেম একটি অ্যান্টিবডি তৈরি করতে বাধ্য করে। অ্যান্টিবডিগুলো সাধারণ ভাইরাসকেও হত্যা করবে। খবর সিজিটিএনের। গবেষকরা ভারতীয় প্রজাতির একদল বানরের শরীরে ওই ভ্যাকসিন প্রয়োগ করে এবং তিন সপ্তাহ পর সেগুলোকে করোনাভাইরাসের সংস্পর্শে নিয়ে আসে। এর এক সপ্তাহ পর বানরগুলোকে বেশি পরিমাণে ডোজ দেয়া হয় এবং তাদের শ্বাসনালীতে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি অর্থাৎ ভ্যাকসিনটি কাজ করেছে। কিন্তু যেসব বানরকে পিকোভ্যাক দেয়া হয়নি সেগুলো ভাইরাসে আক্রান্ত হয় এবং মারাত্মক নিউমোনিয়া হয় সেগুলোর। গত এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে মানবদেহে এই ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা শুরু হয়েছে। বৈশ্বিক এই মহামারি থেকে মানুষজনকে বাঁচাতে পিকোভ্যাকই একমাত্র ভ্যাকসিন নয়। এ ধরনের আরেকটি ভ্যাকসিন যেটি চীনা সেনাবাহিনী তৈরি করেছে, তা মানুষের ওপর প্রয়োগ করা হচ্ছে। পিকোভ্যাকের মতোই পদ্ধতি ব্যবহার করে সিনোফার্মার ওই ভ্যাকসিনটি এখন ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় ধাপে রয়েছে।

Share.