বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত- ৫

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের লুইসিয়ানায় একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ফলে পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে একজন ছিলেন দেশটির একটি সংবাদমাধ্যমের ক্রীড়া প্রতিবেদক কার্লে আন ম্যাককর্ড। লাফায়েতে ওয়ালমার্ট সুপার মার্কেটের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। প্লেনটিতে মোট ছয়জন আরোহী থাকলেও এই দুর্ঘটনায় সৌভাগ্যবশত এক আরোহী বেঁচে গেছেন। উড্ডয়নের পর স্থানীয় সময় শনিবার সকাল ৯:২২ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের এ ঘটনায় কাছাকাছি থাকা একটি পোস্ট অফিসেরও ক্ষতি হয়। বিমানটি একটি গাড়ির ওপর আছড়ে পড়ার ফলে ওই গাড়ির চালক আহত হয়েছেন। এছাড়াও ঘটনাস্থলে থাকা আরও দুজন আহত হয়েছেন।

Share.