শুরু হতে যাচ্ছে ট্রাম্পের অভিশংসন শুনানি

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে উচ্চকক্ষ মার্কিন সিনেটে আনুষ্ঠানিকভাবে অভিশংসন শুনানি শুরু হয়ে গেছে। ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে তার বিরুদ্ধে অভিশংসনের মতো উদ্যোগ নেওয়া হলো। তবে উচ্চকক্ষ মার্কিন সিনেটে ট্রাম্পের বিপাকে পড়ার আশঙ্কা খুবই কম। কারণ উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকানরাই সংখ্যাগরিষ্ঠ আসনে আছেন। গত বছরের ১৮ ডিসেম্বর সংখ্যাগরিষ্ঠের ভোটে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত অভিশংসনের জন্য দেশটির উচ্চকক্ষ সিনেটেও এর বিচার হতে হবে। সেখানে দুই-তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলেই প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ডোনাল্ড ট্রাম্পকে। এ বিচার প্রক্রিয়া আগামী মঙ্গলবার শুরু হবে। এ নিয়ে তৃতীয়বারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্টের সিনেটে বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এর আগে অভিশংসন প্রক্রিয়া শুরু হলেও শেষ পর্যন্ত পদ ছাড়তে হয়নি কোনও প্রেসিডেন্টকেই। যুক্তরাষ্ট্রের ইতিহাসের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে নিম্নকক্ষে অভিশংসিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Share.