শনিবার, ডিসেম্বর ৭

সরকার এখন জনতার আদালতে পৌঁছে গেছে : সে‌লিমা রহমান

0

ঢাকা অফিস: সরকার এখন জনতার আদালতে পৌঁছে গেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘ক্যাসিনোবিরোধী অভিযানে চুনোপুঁটি ধরতে গিয়ে সরকার এখন জনতার আদালতে পৌঁছে গেছে। কারণ, সাধারণ মানুষ জানেন সরকারের উচ্চ পর্যায়ের লোকদের ধরা হচ্ছে না। তারা এসব চুনোপুঁটি ধরে বিএনপিকে আক্রমণ করার আরেকটি নতুন ইস্যু খুঁজছে। যেটা ওবায়দুল কাদের বলেছেন- বিএনপিকে ধরা হচ্ছে না বলে তারা অভিযানকে আইওয়াশ বলছে। আমরা আইওয়াশ বলছি এ কারণে, আজকে সাগর-রুনির হত্যার বিচার হয়নি, তনু হত্যার বিচার হয়নি, আবরার হত্যার বিচার হবে কিনা জানি না। একের পর এক হত্যা চলছে কিন্তু কোনও বিচার হচ্ছে না। দেশে বিচার বলতে কিছু নেই। অর্থাৎ বিচারব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস।’ শনিবার (২ ন‌ভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হ‌লে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। নাগ‌রিক অধিকার আন্দোল‌ন ফোরা‌ম আয়োজিত এ সভায় নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা লক্ষ্য করে দেখবেন, এক এক করে যদি আমরা এই দশ বছরের ইতিহাস তুলে ধরি তাহলে শেয়ারবাজার কেলেঙ্কারি, ব্যাংক লুট, দুর্নীতি, নারী হত্যা, নারী ধর্ষণ, শিশু হত্যা থেকে শুরু করে সমগ্র বাংলাদেশকে একটি অন্ধকারের দিকে ক্রমশ ধাবিত করে নিয়ে যাওয়া হচ্ছে।’ সেলিমা রহমান বলেন, আমাদের নেতাকর্মীরা আজকে আদালতের দরজায় দরজায় ঘুরে বেড়ায়। আর তারা (সরকার) বড় বড় কথা বলে, গণতন্ত্রের কথা বলে, উন্নয়নের কথা বলে। দেশকে রোল মডেল হিসেবে দেখে, বিশ্বের কাছ থেকে এওয়ার্ড নিয়ে আসে। এই সমস্ত এওয়ার্ড বাংলাদেশ চায় না। আমরা চাই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ যে বাংলাদেশের জন্য ত্রিশ লাখ লোক শহীদ হয়েছেন। আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলাম, সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

Share.