শনিবার, ডিসেম্বর ৭

সুষ্ঠু ভোট হলে ধানের শাষের বিজয় নিশ্চিত: ইশরাক

0

ঢাকা অফিস: সুষ্ঠু ভোট হলে ধানের শীষের বিজয় নিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার ধানমন্ডি এলাকায় নির্বাচনী প্রচারকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ইশরাক হোসেনের সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু প্রমুখ।

Share.