শনিবার, ডিসেম্বর ৭

২৪ ঘণ্টার মধ্যেই মিউজিকের ট্রেন্ডিংয়ে বেলাল-অবন্তী সিথির বন্ধু

0

বিনোদন ডেস্ক: সংগীতশিল্পী বেলাল খান ও অবন্তী সিথির দ্বৈত গান ‘তুমি কী আমার বন্ধু হবে’। গানটির সুর করেছেন বেলাল খান। সংগীতায়োজনে শোভন রায় এবং গানটি লিখেছেন আকরাম হোসাইন। গানটির মুখ-‘তুমি কী আমার বন্ধু হবে, ভুলিয়ে দেবে দু:খ যত/ তুমি কী আমার স্বপ্ন হবে, জোনাক জ্বলা রাতের মতো’। এটির ভিডিওচিত্রের দৃশ্যধারণ করা হয়েছে কক্সবাজার ও তার আশে পাশের মনোরম লোকেশনে। গানচিত্রে অভিনয় করেছেন রাকিব হোসাইন ও নুসরাত জাহান অন্তরা। ভিডিওটি পরিচালনা করেছেন রাজ বিশ্বাস শংকর। গত ৮ নভেম্বর ইউটিউবে বেলাল খানের নিজস্ব চ্যানেলে গান-ভিডিওটি উন্মুক্ত করা হয়। প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এটি বাংলাদেশে মিউজিকের ট্রেন্ডিংয়ে উঠে আসে। এরইমধ্যে ৩ লাখের বেশি ভিউয়ার পেয়েছে। এই গান প্রসঙ্গে বেলাল খান বলেন-‘একেবারে নিরেট প্রেমের একটি গান। মিষ্টি বলতে যা বোঝায় তেমন। মিউজিকি ভিডিওতেও টাচি একটা গল্প রয়েছে। ভালো সাড়া পাচ্ছি।’ অন্যদিকে অবন্তী সিঁথি বলেন, ‘এমন মেলোডিয়াস গান করতে আমার বরাবরই ভালো লাগে। শ্রোতাদের কাছ থেকেও দারুণ সাড়া পাচ্ছি।’

Share.