অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে জম্মু-কাশ্মীরে ১০ শিশুর মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের উদামপুর জেলায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আরও ৬ শিশু। জেলার সিনিয়র এক কর্মকর্তা জানায়, বিভিন্ন এলাকা থেকে গত কয়েকদিনে এসব শিশুর মৃত্যু খবর এসেছে। এ রোগের লক্ষণ হিসেবে জ্বর, বমি ও প্রস্রাব কম হওয়াকেই উল্লেখ করেন তিনি। মৃত্যুর কারণ অনুসন্ধান করতে চিকিৎসকদের কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছে সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখছেন বলেও জানান ওই কর্মকর্তা। উদামপুরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কেসি দোগরা জানান, ‘আমাদের অনুসন্ধান দল আক্রান্ত এলাকাগুলোয় ঘুরে ঘুরে ১০ শিশুর মৃত্যুর খবর পেয়েছে। এসব শিশুর রোগের অনুসন্ধান করতে গিয়ে জ্বর, বমি ও মূত্রাশয় সম্পর্কিত তথ্য পাওয়া গেছে।’ এদিকে এ ঘটনায় স্থানীয় জনগণকে উদ্বিগ্ন না হবার আহ্বান জানায় জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ।

Share.