মঙ্গলবার, ডিসেম্বর ২৪

অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে মুজুরের মৃত্যু

0

ঢাকা অফিস: মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে অজ্ঞাত পরুষ (৪৫) এক দিন মুজুরের মৃত্যু। বৃহস্পতিবার(২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন। মতিঝিল থানার উপ-পরিদর্শক ( এসআই) মোঃ জহুরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান, আশে পাশের লোকের মুখে জানতে পারি নিহত দিনমজুর গরমের কারণে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে গেলে। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে আমরা সিআইডি রামসিমকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলে জানান তিনি। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Share.