অধিনায়কসহ ৩ ক্রিকেটারকে সতর্ক করল পিসিবি

0

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাওয়ার পর থেকে বিভিন্নভাবে আলোচনায় চলে আসছে বাবর আজমের নাম। ইতিবাচক ও নেতিবাচক দুভাবেই খবরের শিরোনামে পাওয়া যাচ্ছে তাকে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নিষেধাজ্ঞা অমান্য করে আলোচনায় চলে এলেন তিনি। কৃতকর্মের জন্য তাকে সতর্ক করে দিয়েছে পিসিবি। শুধু তাকেই নয়, সতীর্থ ইমাম উল হক ও নাসিম শাহও একই দোষের কারণে সতর্কবার্তা পেয়েছেন। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, সম্প্রতি বোর্ডের নিষেধাজ্ঞা অমান্য করেই অনুশীলনে নেমে পড়েছিলেন এই তিন ক্রিকেটার। করোনাকালে যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছাড়া স্থানীয় ক্লাবে অনুশীলন করতে গিয়েছিলেন তারা। নেননি বোর্ডের লিখিত বা মৌখিক অনুমতি। বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি পিসিবি। তিন ক্রিকেটারের এমন অনুশীলন মানতে পারছে না পিসিবি। তারা পিসিবির নিষেধাজ্ঞা ভঙ্গ করেছেন জানিয়ে প্রাথমিকভাবে তাদের সতর্ক করে দিয়েছে বোর্ড, যা দ্বিতীয়বার ঘটলে কড়া মাসুল দিতে হবে। উল্লেখ্য, জুলাইয়ের শেষে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট ও সমানসংখ্যক টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে পাকিস্তানের। সিরিজ সামনে রেখে চলতি সপ্তাহ থেকেই অনুশীলন ক্যাম্প শুরু করতে চেয়েছিল বোর্ড। কিন্তু যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে না পারায় বাধ্য হয়ে সেই ক্যাম্পের পরিকল্পনা বাতিল করেছে পিসিবি।

Share.