বুধবার, ডিসেম্বর ২৫

অনিকের চেয়ে চীনা নাগরীক অনেক ভালো: শাবনূর

0

ডেস্ক রিপোর্ট: চীনা নাগরিক যে কোনো দিক থেকে অনিকের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন বাংলা চলচিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। এ অভিনেত্রী বলেন, অনিক একটা বাজে ছেলে, নেশাগ্রস্ত। তার চেয়ে চীনা নাগরীক অনেক ভালো। চাইনিজ নাগরিককে বিয়ে করেছিলেন শাবনূর-এমন দাবি শাবনূরের স্বামী অনীক মাহমুদের। তবে অনীকের এমন দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শাবনূর। স্বামী অনিক মাহমুদ হৃদয়কে তালাক দিয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তালাকের নোটিশে তিনি স্বামীর বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছিলেন। এরপর থেকে অনিক-শাবনূরের পাল্টাপাল্টি অভিযোগ চলছেই। অনিক জানিয়েছেন, শাবনূর ছিলেন বিবাহিত। তাকে বিয়ে করার আগে এক চীনা নাগরিককে বিয়ে করেছিলেন শাবনূর এবং ইস্কাটনের বাসায় ওই চীনা নাগরিকের সঙ্গে কয়েকবার হাতেনাতে ধরাও পড়েন শাবনূর। অনিকের এমন দাবির প্রেক্ষিতে শাবনূর জানিয়েছেন, চীনা নাগরিককে বিয়ে করলে অনিককে কেন বিয়ে করব? অনিক যার দিকে আঙুল তুলছে, সেই ব্যক্তি যে কোনো দিক থেকে অনিকের চেয়ে ভালো। অনিক একটা বাজে ছেলে, নেশাগ্রস্ত।

Share.