করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রতিমন্ত্রী কোয়ারেন্টাইনে

0

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির এমপি নাদিন ডোরিয়েস। তিনি বাড়িতে নিজস্ব কোয়ারেন্টাইনে রয়েছেন। মন্ত্রী জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ার পর তিনি সতর্কতামূলক সব ধরনের পরামর্শ মেনে চলছেন। আজ (বুধবার) ব্রিটেনে করোনা আক্রান্ত হয়ে ছয়জন মারা যাওয়ার পর উচ্চপর্যায়ে কারো করোনা আক্রান্ত হওয়া সংবাদ প্রকাশিত হলো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ডোরিয়েস রোগীদের সুরক্ষা ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক দায়িত্ব পালন করে আসছিলেন। সরকারি হিসাবে এখন পর্যন্ত ব্রিটেনে ৩৮২ জন করোনায় আক্রান্ত হয়েছে। ব্রিটেনের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ৫ মার্চ ডোরিয়েসের মধ্যে করোনার লক্ষণ দেখা দেয়। সেদিনই ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। পরদিন থেকেই তাকে আলাদা করে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করা হবে কিনা সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

Share.