অনুশীলনে চোট পেলেন লিওনেল মেসি

0

স্স্পোর্টস ডেস্ক: করোনা ভাইরাসের জেরে দীর্ঘ সময় ফুটবলের বাইরে ছিলেন লিওনেল মেসি। স্পেনে ফুটবল ফিরছে, তবে মেসির অপেক্ষার প্রহর আরো একটু দীর্ঘায়িত হলো। অনুশীলনে চোট পেয়েছেন বার্সেলোনার অধিনায়ক। ফলে লা লিগার ফেরার ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কাতালানভিত্তিক টেলিভিশন টিভিথ্রি তাদের খবরে জানিয়েছে, মঙ্গলবারের অনুশীলনে ডান পায়ে তীব্র ব্যথা অনুভব করেন মেসি, পরপরই এমআরআই করা হয়েছে তার। যে কারণে বুধবারের অনুশীলনে ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক। ডান পায়ে ব্যথা অনুভব করায় মেসির স্ক্যান ও বুধবার অনুশীলনে না আসার দৃশ্যে মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার ফেরার ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা জন্মেছে। ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর চোটের যে ধরন, এটা থেকে সুস্থ হতে সাধারণত ১০ দিন সময় লাগে।

Share.